Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

 

ভিশন-২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের উদ্যোগ সফল করার লক্ষ্যে ইউনিয়ন  ডিজিটাল  সেন্টার (UDC) ই-সেবার মাধ্যমে বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। গণশুনানীর মাধ্যমে জনসাধারণের উত্থাপিত অভিযোগ নিষ্পত্তি করাসহ  Digital ও উন্নয়ন মেলার মাধ্যমে সরকারের উন্নয়ন কাযক্রর্ম জনসাধারণের নিকট তুলে ধরা হচ্ছে। এছাড়া নারী ও শিশু নিযাতর্ন ও বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা বিরোধী পদক্ষেপ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি/বে-সরকারিভাবে অনুষ্ঠিত বিভিন্ন দিবস তথা সভা/সেমিনারে আলোচনার পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আই,টি বিষয়ে কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান অব্যাহত রাখা হয়েছে। জনসাধারণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধকরণে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। দ্রততম সময়ে ইভটিজিং,বাল্যবিবাহ,মাদক ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রনে ই-মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। জরুরী স্বাস্থ্য সেবা প্রদানের জন্য কমিউনিটি এ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। ০২ (দুই) টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন ও সততা স্টোর স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তির সংগে সম্পৃক্ত করণের জন্য বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ,আলমিরাসহ শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা সামগ্রী সরবরাহ করা হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।

 

—        সমস্যা ও চ্যালেঞ্জসমূহ

 

            বদলগাছী উপজেলায় ০৮ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ০৮ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ০৭ টি ইউনিয়ন পরিষদে আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে । অনেক ক্ষেত্রে সোলার প্যানেলের মাধ্যমে  ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) কাযর্ক্রম পরিচালনা করা হচ্ছে। ইউনিয়ন পযার্য়ে সরকার কতৃক বিটিসিএল ব্রডব্যান্ড ইণ্টারনেটের ব্যবস্থা আছে। ইউনিয়ন পরিষদের কাযর্ক্রম পরিচালনার জন্য একজন মাত্র সচিব নিয়োজিত আছেন। একজন কর্মচারীর পক্ষে দক্ষতার সাথে ইউনিয়ন পরিষদের কাযর্ক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পযার্প্ত জনবল এবং তথ্য প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন জনবলের অভাব রয়েছে। কম্পিউটার সামগ্রীসহ আনুষংগিক অনেক সামগ্রীর অপ্রতুলতা এবং হিসাব সহকারী কাম – কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হচ্ছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যারা উপজেলা পোর্টাল তৈরীতে আন্তরিকভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 


                                                                                                                                                                                                                        মো: কামরুল হাসান সোহাগ (অ:দা:)

উপজেলা নির্বাহী অফিসার 

বদলগাছী, নওগাঁ।